ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩
  1. #সর্বশেষ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস

চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষিয়ান কবি লেখক ও শিক্ষক নুরুন নাফা।

bastobchitro
সেপ্টেম্বর ১০, ২০২৩ ২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাহিত্য অঙ্গনের কবি ,লেখক ও কুষ্টিয়া মীর মোশাররফ হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের, সাবেক শিক্ষিক নুরুন নাফা
৯ সেপ্টেম্বর শনিবার রাত তিনটায় অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাবার পথে- ফেরিঘাট পার হতেই পথিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যু কালীন সময়ে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বাদ জোহর ,কুষ্টিয়া মারকাজ মসজিদে তার জানাজা সম্পূর্ণ হয় এবং কুষ্টিয়া পৌর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হন।

কুষ্টিয়া মীর মোশাররফ হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় এ রসায়ন ও পদার্থ বিদ্যায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।
অবসরে যাবার পর বিভিন্ন মানবিক কাজ এবং লেখালেখিতে যুক্ত ছিলেন। তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ আবুল বারাকাত এবং ডাক্তার মুনিরের খালা।

নুরুন নাফার জন্ম ১৯৫১ সালের ১২ মার্চ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাঁজি গ্রামে। বর্তমান নিবাস কুষ্টিয়ার কোর্টপাড়া এলাকায়। পেশায় শিক্ষক (অবঃ) বাবার নাম কাজী রুহুল আমীন, মায়ের নাম কাজী সুফিয়া আমীন।
তার প্রথমগ্রন্থ ‘নোনাজল’ প্রকাশিত হয় ২০২০ সালে। প্রকাশিত গ্রন্থসংখ্যা ৪ (২টি একক)। আরো একক গ্রন্থ প্রকাশের অপেক্ষায়।
তিনি বাংলাদেশ মহিলা সংঘ কুষ্টিয়া শাখার সাথে যুক্ত ছিলেন। গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, কুষ্টিয়া শাখার নির্বাহী সদস্য কাজ করে গেছেন ।

মৃত্যুকালীন সময়ে-এই বর্ষিয়ান কবি ও লেখক দুটি কন্যা সন্তান, একটি পুত্রসন্তান এবং অসংখ্য ভক্ত গুনোগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।