1. rashidarita21@gmail.com : bastobchitro :
চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষিয়ান কবি লেখক ও শিক্ষক নুরুন নাফা। | Bastob Chitro24
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষিয়ান কবি লেখক ও শিক্ষক নুরুন নাফা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

সাহিত্য অঙ্গনের কবি ,লেখক ও কুষ্টিয়া মীর মোশাররফ হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের, সাবেক শিক্ষিক নুরুন নাফা
৯ সেপ্টেম্বর শনিবার রাত তিনটায় অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাবার পথে- ফেরিঘাট পার হতেই পথিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যু কালীন সময়ে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বাদ জোহর ,কুষ্টিয়া মারকাজ মসজিদে তার জানাজা সম্পূর্ণ হয় এবং কুষ্টিয়া পৌর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হন।

কুষ্টিয়া মীর মোশাররফ হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় এ রসায়ন ও পদার্থ বিদ্যায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।
অবসরে যাবার পর বিভিন্ন মানবিক কাজ এবং লেখালেখিতে যুক্ত ছিলেন। তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ আবুল বারাকাত এবং ডাক্তার মুনিরের খালা।

নুরুন নাফার জন্ম ১৯৫১ সালের ১২ মার্চ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাঁজি গ্রামে। বর্তমান নিবাস কুষ্টিয়ার কোর্টপাড়া এলাকায়। পেশায় শিক্ষক (অবঃ) বাবার নাম কাজী রুহুল আমীন, মায়ের নাম কাজী সুফিয়া আমীন।
তার প্রথমগ্রন্থ ‘নোনাজল’ প্রকাশিত হয় ২০২০ সালে। প্রকাশিত গ্রন্থসংখ্যা ৪ (২টি একক)। আরো একক গ্রন্থ প্রকাশের অপেক্ষায়।
তিনি বাংলাদেশ মহিলা সংঘ কুষ্টিয়া শাখার সাথে যুক্ত ছিলেন। গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, কুষ্টিয়া শাখার নির্বাহী সদস্য কাজ করে গেছেন ।

মৃত্যুকালীন সময়ে-এই বর্ষিয়ান কবি ও লেখক দুটি কন্যা সন্তান, একটি পুত্রসন্তান এবং অসংখ্য ভক্ত গুনোগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি