1. rashidarita21@gmail.com : bastobchitro :
কৃষকদের ১৩৭ কোটি টাকা প্রণোদনা দেবে মন্ত্রণালয় | Bastob Chitro24
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

কৃষকদের ১৩৭ কোটি টাকা প্রণোদনা দেবে মন্ত্রণালয়

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়ানোর জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেবে কৃষি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেয়া হচ্ছে। সারা দেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন।

একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন বলে উল্লেখ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে।

এর আগে বুধবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি