1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়া লেখক ফোরামের নিয়মিত সাহিত্য আসর | Bastob Chitro24
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

কুষ্টিয়া লেখক ফোরামের নিয়মিত সাহিত্য আসর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বিকশিত করার লক্ষ্যে ‘অসাম্প্রদায়িক সংস্কৃতির চর্চা চাই’ স্লোগান বুকে ধারণ করে শুক্রবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি ভবনের রোটারি গ্যালারি মিলনায়তনে কবি ও গল্পকার মুনশী সাঈদ এর সভাপতিত্বে কুষ্টিয়া লেখক ফোরামের ৮৫ তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ স্বপন কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, কবি সৈয়দ আবদুস সাদিক, কবি আখতারুজ্জামান চিরূ, অধ্যাপক মিজান সরকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন আব্বাস। আসরের শুরুতেই সদ্য প্রয়াত বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও শিশু সাহিত্যিক মাহবুব তালুকদার-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর সভাপতি মাসিক সাহিত্য আসরে উপস্থিত হওয়ায় সকল কবি সাহিত্যিকগণকে শুভেচ্ছা জানান। সে সাথে কুষ্টিয়া লেখক ফোরামের কার্যক্রমকে বেগবান করার জন্য সকলকে অনুরোধ করেন। সাহিত্য আসরের প্রথম পর্বে আধুনিক বাংলা কবিতার অলংকার ও ছন্দ বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন প্রধান অতিথি অধ্যক্ষ স্বপন কুমার রায়। এরপর লেখক ফোরামের কার্যক্রম তুলে ধরেন ফোরামের তথ্য ও গবেষণা সম্পাদক কবি সুলতানা রেবেকা নাসরীন। অতঃপর লাইভ লাইনে সাহিত্য আসরে অংশগ্রহণ করেন বিশিষ্ট কবি মানিক কোরেশী। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পেরে দুঃখ প্রকাশ করেন, একই সাথে অনলাইনে ‘এক কাপ শ্রম’ শীর্ষক স্বরচিত কবিতা পাঠ করে শোনান। আসরের দ্বিতীয় পর্বে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান, আলোচনা, আবৃত্তি ও সাহিত্য পাঠে অংশগ্রহণ করেন সৈয়দ আবদুস সাদিক, অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, অধ্যাপক মিজান সরকার, অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, আখতারুজ্জামান চিরূ, আসমা আনসারী মীরু, লিটন আব্বাস, কারশেদ আলী, কনক চৌধুরী, সৈয়দা হাবিবা, অধ্যাপক আজিজুল হক স্বপন, হাসান টুটুল, ম. মনিরল ইসলাম, হামিদুল ইসলাম, সিদ্দিক প্রামাণিক, শরিফুল আলম সিদ্দিক কচি, কামরুল আহসান মনি, মোহাম্মদ তাজউদ্দীন, মুনশী সাঈদ, মোহিত চন্দ গোবিন্দ, আব্দুল্লাহ সাঈদ, আজিজুর রহমান, সুলতানা রেবেকা নাসরীন, ইমাম মেহেদেী, দেওয়ান আখতারুজ্জামান, অধ্যাপক নাসির বিশ্বাস, অধ্যাপক কার্ত্তিক বিশ্বাস, আব্দুল হান্নান, এস.কে রবিউল হক, অরণ্য মজিদ, এস.এম আফজাল হোসেন, মোঃ ফজলুল হক, শিরীন বানু, পরিমল কুমার ঘোষ, আকরামুল হক কিরণ, সঞ্জয় কান্তি সাহা, অধ্যাপক দিলশাদ বেগম, মাছুমা পারভীন, অধ্যাপক কামাল হোসেন, আব্দুর রাজ্জাক ও আব্দুল মালেক সহ আরো অনেকে। সাহিত্য আসরের শেষে সভাপতি কুষ্টিয়ার সকল সাহিত্য ও সংস্কৃতি প্রেমিকদের ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান। আসরটি সঞ্চালনা করেন কুষ্টিয়া লেখক ফোরামের সাধারণ সম্পাদক ছড়াকার আব্দুল্লাহ সাঈদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি