স্টাফ রিপোর্টার:
নিম্নচাপ ও অতিবৃষ্টির কারণে – নিম্নাঞ্চল সহ ৬ টি জেলায় দুই নাম্বার সতর্ক সংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কুষ্টিয়া শহরের বিভিন্ন অঞ্চলে১৪ সেপ্টেম্বর থেকে- অতি বৃষ্টি হওয়ার কারণে নিচু এলাকাগুলো ডুবে গিয়েছেএতে জনজীবন বিপর্যস্ত। নদী উপকূলবর্তী এলাকার জনগণ হুমকীতে আছে।
টানা বৃস্টিতে বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ।কক্সবাজারসহ বিভিন্ন এলাকা নিম্নচাপের কারনে ঝোড়ো হাওয়া সহ অতিবৃস্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
গত ১৪ সেপ্টেম্বর ২ নং সতর্ক সংকেত দেখানো হয়েছিল ৬ টি জেলায়।
১৫ সেপ্টেম্বর পূর্বাভাসে বলা হয়েছে,অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারী বৃৃস্টি হতে পারে।
এসময় দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তন হবেনা।