1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া ২৯ টি মোবাইল ফোন খুঁজে দিল পুলিশ | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া ২৯ টি মোবাইল ফোন খুঁজে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

কুষ্টিয়া পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২৯ টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৪৯ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত এসব মোবাইল এবং বিকাশ প্রতারণার উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো: খাইরুল আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট কুষ্টিয়ার ইনচার্জ মোঃ আনিসুল ইসলাম ইনচার্জ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন । পুলিশ সুপার মো: খাইরুল আলম এসময় সকলের উদ্দেশ্যে বলেন, মোবাইল হারিয়ে অথবা চুরি হয়ে গেলে থানায় জিডি কিংবা মামলা করতে হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হলে তথ্য প্রযুক্তির সাহায্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি