1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার ঘটনায় জড়িত আরও ১ জন গ্রেফতার | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০২ অপরাহ্ন

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার ঘটনায় জড়িত আরও ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২

দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, কুষ্টিয়া রিপোর্টাস ক্লাব এর সম্পাদক, অনলাইন পোটাল ক্রাইম ভিশন বিডি ডটকম এর সম্পাদক এবং জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি জনাব হাসিবুর রহমান রুবেল (৩২), পিতা-মৃত হাবিবুর রহমান, সাং-হাউজিং এ-৩৯, (সম্প্রসারণ, মৌবন আবাসিক এলাকা), থানা- কুষ্টিয়া মডেল থানা, জেলা- কুষ্টিয়া গত ইং-০৩/০৭/২০২২ তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় বাবর আলী রেলগেটস্থ নিজ কার্যালয়ের সম্মুখ থেকে নিখোঁজ হন (নিখোঁজ সংক্রান্তে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরী নং-২০৩, তারিখ-০৩/০৭/২০২২ খ্রিঃ লিপিবদ্ধ হয়) এবং গত ইং-০৭/০৭/২০২২ তারিখ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় কুমারখালী থানাধীন তেবাড়ীয়া সংলগ্ন কুমারখালী-যদুবয়রা নির্মাণাধীন গড়াই ব্রিজের নিচে গড়াই নদীতে তার লাশ পাওয়া যায়। এ সংক্রান্তে কুমারখালী থানার মামলা নং-১২, তারিখ- ০৮/০৭/২০২২ খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। ঘটনাস্থল নৌ-পুলিশের নিয়ন্ত্রনাধীন হওয়ায় ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ-পুলিশ মামলাটি তদন্তের দায়িত্ব পায়।

মামলাটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিবেচনা করে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম সরাসরি নিজে তদারকি করতে থাকেন এবং অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন। পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা এবং তদন্ত কমিটির অক্লান্ত পরিশ্রমে ঘটনার সাথে সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়ায় মোঃ ইমরান শেখ ইমন (৩২), পিতা-শামসুল আলম সামু, সাং-৫৬, স্যার ইকবাল রোড, কোর্টপাড়া, থানা ও জেলা-কুষ্টিয়া’কে গত ২১/০৭/২০২২ খ্রিঃ রাত অনুমান ২৩.৫০ ঘটিকার সময় কুষ্টিয়া মডেল থানাধীন রাজারহাট মোড় হতে গ্রেফতার করা হয়। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষন, সিডিআর পর্যালোচনা, ডিজিটাল এভিডেন্স এর মাধ্যমে তদন্ত কমিটি তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে তিনি অনেক তথ্য প্রদান করেছেন। এগুলো যাচাই বাচাই করা হচ্ছে। দ্রæততম সময়ে জড়িত অন্যান্যদের গ্রেফতার করা হবে। গ্রেফতারকৃত মোঃ ইমরান শেখ ইমন (৩২) এর পিসি/পিআর যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি ও মারামারির নিম্নে বর্ণিত ০৪ টি মামলা রয়েছে।

১) কুষ্টিয়া এর কুষ্টিয়া সদর থানার এফআইআর নং-৩০, তারিখ- ৩০ নভেম্বর, ২০১৩; জি আর নং-৪৩০, ধারা- ১৪৩/৩২৩/৩২৪ পেনাল কোড-১৮৬০;
২) আরএমপি এর রাজপাড়া থানার এফআইআর নং-৫৫, তারিখ- ২৮ আগস্ট, ২০১৩; ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০;
৩) কুষ্টিয়া এর কুষ্টিয়া সদর থানার এফআইআর নং-৪/৪৯৪, তারিখ- ০১ নভেম্বর, ২০২০; জি আর নং-৪৯৪/২০২০, ধারা- ৩৬(১) সারণির ১৪(খ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
৪) কুষ্টিয়া এর কুষ্টিয়া সদর থানার এফআইআর নং-৩/৪৯৩, তারিখ- ০১ নভেম্বর, ২০২০; জি আর নং-৪৯৩, ধারা-১৯ (ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন।

বিষয়টি অদ্য ২২/০৭/২০২২ তারিখ কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় নিশ্চিত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কুষ্টিয়া, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, আরওআই, রির্জাভ অফিস, অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন ইউনিট, কুষ্টিয়া এবং অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়াসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সসহ ইলেক্ট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সূত্র কুষ্টিয়া জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি