কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১৮৯ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরের আয়োজনে কুষ্টিয়ার কুমারখালী কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরের হল রুমে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১৮৯ তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের সচিব গাজী মো. ওয়ালি-উল-হক। এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়। আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কবি সৈয়দ আব্দুস সাদিক, কবি ও কথাসাহিত্যিক মো. সোহেল আমিন বাবু, কবি নাট্যকার ও প্রাবন্ধিক লিটন আব্বাস, কুমারখালী সরকারি কলেজের প্রভাষক মাসুদ রানা, কুমারখালী শিল্পকলার সাধারণ সম্পাদক কামরুজ্জামান আয়ুব। এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাঙ্গাল হরিনাথ মজুমদারের প্রপৌত্র চতুর্থ বংশধর অশোক মজুমদারের স্ত্রী গীতা রানী মজুমদার। সোনালী ব্যাংকের ব্যবস্থাপক প্রসাদ কুমার বিশ্বারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরের এক্সপ্লোরেশন অফিসার ওবায়দুল্লাহ। এর আগে কাঙ্গাল হরিনাথ মজুমদারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আগত অতিথিরা। আলোচনা অনুষ্ঠান শেষে জহির শাহের সঙ্গীতায়োজ কাঙ্গাল হরিনাথ মজুমদার রচিত গান পরিবেশন করেন জিয়াউর রহমান মানিক ও তুষার আহমেদ রেজা।