1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে রুবেল হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবীতে নতুন কর্মসূচি ঘোষনা | Bastob Chitro24
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে রুবেল হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবীতে নতুন কর্মসূচি ঘোষনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবীতে কঠোর কর্মসূচি ঘোষনা করেছে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। আজ রাতে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে সর্বস্তরের সাংবাদিকদের একটি প্রতিনিধি দল আলোচনান্তে এই কর্মসূচি ঘোষনা করেন। উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়- স্ব স্ব সাংবাদিক সংগঠনের ব্যানারে আগামী ২০শে জুলাই বুধবার সকাল ১১টায় একটি মৌন মিছিল অনুষ্ঠিত হবে। মৌন মিছিলটি শহরের থানা ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে মজমপুর গেটে গিয়ে শেষ হবে। আগামী ২৪ জুলাই রবিবার কুষ্টিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল ১১টা থেকে রুবেল হত্যায় জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবীতে আমরণ অনশনের কর্মসূচি ঘোষনা করা হয়েছে। কর্মসূচী ঘোষনার আলোচনা সভায় উপস্থিত ছিলেন এডিটরস ফোরাম কুষ্টিয়ার সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়ার সভাপতি ও এডিটরস ফোরাম কুষ্টিয়ার সাধারণ সম্পাদক নুর আলম দুলাল, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নূরুন্নবী বাবু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি‘র সাধারণ সম্পাদক সোহেল রানা, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ডাঃ গোলাম মওলা, কোষাধ্যক্ষ্য লিটন উজ জামান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি‘র সিনিয়র সহ-সভাপতি মীর আরিফিন বাবু, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার শরিফ বিশ্বাস, ইন্ডেপেন্ডেন্ট টেলিভিশন কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্ল্যাহ। সভায় উপস্থিত সর্বস্তরের সাংবাদিকদের পক্ষ থেকে কর্মসূচী সফল করতে স্ব স্ব সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনগুলোকে ব্যানারসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি