1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় শিক্ষক কর্তৃক ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন | Bastob Chitro24
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় শিক্ষক কর্তৃক ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২

কুষ্টিয়ায় শিক্ষক কর্তৃক কমলাপুর নবিন প্রামানিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ছাত্রের পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার (২৮ জুন) কুষ্টিয়ার পৌর এলাকার বাড়াদী দাদাপুর সড়কে সকাল ১০টার দিকে নির্যাতনকারী শিক্ষকের বিচারের দাবীতে ভুক্তভোগী ছাত্রের পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন। এ মানববন্ধনে বক্তারা অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শহীনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। পঞ্চম শ্রেণির ছাত্র সাফিন (১১)কে মারধরের দায়ে এর আগে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শাহিনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রের বাবা মামুন অর রশিদ। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ জুন রবিবার আনুমানিক বেলা ১২টার দিকে বিদ্যালয়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক শাহিন পঞ্চম শ্রেণির ছাত্র সাফিনকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে পেয়ারার ডাল দিয়ে বেদম মারধর করেন । বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ শাফিনের চিৎকার শুনে শাফিনকে উদ্ধার করেন এবং তার বাসায় খবর দেয়। খবর পেয়ে শাফিনের নানা সরোয়ার হোসেন কুষ্টিয়া সদর হাসপাতালে সফিনকে চিকিৎসা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি