ঢাকাবৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২
  1. #সর্বশেষ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে সেনাবাহিনী পরিচয়ধারী প্রতারক গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
জুলাই ২১, ২০২২ ৩:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ও অন্যান্য সরকারী চাকুরীজীবি পরিচয়ে সরকারী ও বেসরকারী চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক প্রতারক চক্র চাকুরী প্রত্যাশীদের নিকট হতে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। গতকাল ২০ জুলাই বিকাল ১২টা ৪৫মিনিটের সময় সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন চৌড়হাস আর্দশপাড়া থেকে” একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রতারক মোঃ রাকিবুল ইসলাম (২৪), পিতা-মোঃ আব্দুর রহমান, সাং-ধুবইল, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীর নিকট হতে সেনাবাহিনীর ইউনিফর্ম ০৩সেট, সেনাবাহিনীর বুট ০১ সেট, সেনাবাহিনীর আইডি কার্ড ০১টি, সেনাবাহিনীর বেল্ট ০১টি, সেনাবাহিনীর ড্রাইভিং লাইসেন্স ০১টি, সেনাবাহিনীর ফিল্ড ক্যাপ ০১টি, সেনাবাহিনীর কাপড়ের মাস্ক ০১টি, সেনাবাহিনীর ড্রেস পরিহিত ছবি ৫টি, ন্যাশনাল আইডি কার্ড ০১টি, মোবাইল ফোন ০১টি এবং সীম কার্ড ০১টি, উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার নিজের অপরাধ স্বীকার করে এবং বহু লোককে চাকুরী দেওয়ার কথা বলে টাকা আতœসাৎ করেছে বলে জানায়। উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি প্রতারনার মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের প্রতারক চক্রের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে প্রতারক মুক্ত সমাজ গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যা ব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।