1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় বাম গনতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ | Bastob Chitro24
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় বাম গনতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণকে চরম দুর্দশায় ফেলেছে

দেশব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে অযোক্তিক, গণবিরোধী ও স্বৈরাচারি সরকারের একতরফা সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নের্তৃবৃন্দ। মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল বিকাল সাড়ে ৫টায় বাম গণতান্ত্রিক জোট কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বাসদ কুষ্টিয়া জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শফিউর রহমান শফির সভাপতিত্বে মজমপুর রেলগেট চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য আশরাফুল ইসলাম, সিপিবি জেলা শাখার সদস্য কমরেড গোলাম রব্বানী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিব রহমান, জেলা আহ্বায়ক লাবনী সুলতানা, ইবি শাখার সদস্য মাতিন মিয়া প্রমুখ। সমাবেশে নের্তবৃন্দ বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম নিম্নমুখী সে সময়ে সরকারের এই সিদ্ধান্ত জনগণের উপর মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়াবে। শিল্প, কৃষি, পরিবহন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে। এতে জনজীবনে চরম দুর্দশা ও নাভিশ^াস নেমে আসবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গত ছয় মাসে বিপিসি জ্বালানি তেল বিক্রি করে ৮ হাজার কোটি টাকা লোকসান করেছে। কিন্তু বিগত সময়ে বিশ্ববাজারে যখন তেলের দাম কম ছিল সে সময়ে তেল বিক্রি করে সরকার ৪৭ হাজার কোটি টাকা মুনাফা করেছিল। তা দিয়েই এই ঘাটতি পূরণ করা যেত। অথচ সরকার সে পথে না হেটে জনগণের উপরে মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিল। নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। দাবি মানা না হলে আগামী ১৭ আগষ্ট কেন্দ্রীয় ভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও এবং সারা দেশে এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে। এরপরেও সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে হরতাল-অবরোধের মত কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে নের্তবৃন্দ হুশিয়ার করে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি