1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

জেলায় সরকারীভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের বড় বাজারে সদর খাদ্য গুদামে এ ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্ধোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। উদ্বোধন শেষে তিনি বলেন, কুষ্টিয়া ধান চাল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ জেলা। মান সম্মত ধান, চাল সংগ্রহ করা, কৃষকরা যাতে মধ্যেসত্য ভোগীদের কারনে ক্ষতিগ্রস্ত না হয় এবং মিল মালিক ও প্রশাসন যাতে একে অপরকে প্রতিপক্ষ না ভাবে এ তিনটি বিষয়ে সমন্বয় টা যাতে বজায় থাকে সেটা লক্ষ্য রেখে এবারের সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। সেক্ষেত্রে সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধীদের সহযোগিতা কামনার পাশাপাশি এ ধান ও চাল সংগ্রহ কর্মসূচি সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরীসহ চালকল মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এবার জেলায় ৪০টাকা কেজি দরে ৩৬ হাজার ৪শ ১টন চাল ও ২৭ টাকা কেজি দরে ৪ হাজার ৮শ ৩৫ টন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি