1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Bastob Chitro24
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

কুষ্টিয়ায় আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২

কুষ্টিয়ায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৩জুন) বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী জেলা কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিজ্ঞ পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী, ডাঃ আমিনুল হক রতন, শেখ গিয়াস উদ্দিন আহমেদ মুন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসানুল আসকার হাসু, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিজ্ঞ জিপি বীর মুক্তিযোদ্ধা আ স ম আখতারুজ্জামান মাসুম, শহর আওমী লীগের সভাপতি তাইজাল আলি খানসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে আতশবাজির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আনন্দ উল্লাস করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি