1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ার খোকসায় বঙ্গবন্ধু ফুটবলের ফাইনালে বেতবাড়ীয়া ইউপি চাম্পিয়ন | Bastob Chitro24
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় বঙ্গবন্ধু ফুটবলের ফাইনালে বেতবাড়ীয়া ইউপি চাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২

কুষ্টিয়ার খোকসায় অনুর্দ্ধ ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ একাদশ চাম্পিয়ন হয়েছে। গতকাল বিকেলে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান। তিনি তার বক্তব্যে বলেন- খেলাধুলা আমাদের শরীর ও মন প্রফুল্ল থাকে। মন এবং দেহ সুস্থ রাখার জন্য খেলাধুলা বিকল্প নেই। বর্তমান সরকার লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন রকমের খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে কাজ করে যাচ্ছেন। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। খোকসা-জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ একাদশ ও গোপগ্রাম ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ের মধ্যে গোলশূন্যভাবে শেষ হয়।পরে টাইব্রেকারের মাধ্যমে বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ জয়লাভ করেন। উপজেলা পর্যায়ের অনুর্দ্ধ ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলাটির উদ্বোধন ও পুরস্কান বিতরণ করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুজ্জামান সোহেল, কমিশনার (ভূমি) ইসাহাক আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আয়েন উদ্দিন, গোপগ্রাম ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা ক্রীড়া সংস্থার সদস্য ও খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুজ্জামান বিল্লু, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান জমির প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন জেলা রেফারী ও আম্পায়ার এসোসিয়েশনের সদস্য রেজাউল করিম ও তার সহযোগী দুই পরিচালক। উপজেলা প্রশাসন আয়োজিত এ মৌসূমে অনুর্দ্ধ ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খোকসা পৌরসভা একাদশ এবং ৯টি ইউনিয়ন একাদশ অংশ গ্রহন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি