ঢাকামঙ্গলবার , ৫ জুলাই ২০২২
  1. #সর্বশেষ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস

কুষ্টিয়ার কুমারখালী গাঁজা সেবন করে শ্রীঘরে চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২২ ৪:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ২ জনকে গাঁজা সেবনের দায়ে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আদালত তাদের প্রত্যেককে ১ মাসের জেল ও ৫ শত টাকা করে জরিমানা করেন। এবার মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি পৃথক মামলায় প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদ প্রদান করেন। এসময় আসামিদের কাছ থেকে ৬০ গ্রাম প্রক্রিয়াজাত সেবনযোগ্য গাঁজা, সেবনের বাঁশি ও গাঁজা প্রক্রিয়াজাতকরণ যন্ত্র জব্দ করা হয়। আসামিরা হলেন- উপজেলার শিলাইদহ ইউনিয়নের দাড়িগ্রামের বাসিন্দা মোহাম্মদ মালিথার ছেলে শফিকুল ইসলাম চাঁদু(৪২), কসবা গ্রামের কিতাব হোসেনের ছেলে ওয়াজুল ইসলাম(৩৬) ও একই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে লিংকন হোসেন(২৬)। রবিবার (৩ জুলাই) সন্ধায় উপজেলার শিলাইদহ ইউনিয়নের দাঁড়ি গ্রাম থেকে গাঁজা সেবনরত অবস্থায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আসামিদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল-জরিমানা করে কারাগারে পাঠানো হয়। আদালত পরিচালনা করেন- কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম। এসময় আদালত পরিচালনা সহযোগিতা করেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা, উপ-পরিদর্শক সানোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।