কুষ্টিয়া সদর হাসপাতাল দিন দিন অস্বাস্থ্যকর পরিবেশ সব মিলিয়ে ২৫০ বেডের কুষ্টিয়া সদর হাসপাতাল যেন অনিয়ম, দূর্নীতিতে
পরিণত হয়েছে।
সদর হাসপাতালের ইমারজেন্সি রুমের সামনে ১৫ দিন যাবত একটি রোগী দেখা যাচ্ছে। যার ডান পায়ে গ্যাংগ্রিন হয়ে মাছিতে পরিবেশ দূষণ হচ্ছে।
দুপুর ১:৩০ মিনিটে প্রতিনিধির কাছেদেয়া তথ্যমতে আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার রোগীর অবহেলার ব্যাপারে অবগত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করিয়ে ওয়ার্ডে রেখেছেন কিন্তু ওয়ার্ড থেকে বারবার বেরিয়ে আসছে। প্রচুর ধূমপান করছে এবং ভিক্ষাবৃত্তি করছে এর সাথে কোন এক চক্রের আছে এখানে প্রতিদিন বসিয়ে দিচ্ছে। দায়িত্বরতরা রোগিটিকে কোনমতেই বেডে রাখতে পারছে না । হাসপাতাল কর্তৃপক্ষ এ রোগের তেমন উন্নত চিকিৎসা দিতেও সক্ষম নয়।
হাসপাতাল কর্তৃপক্ষ তাপস কুমার সরকার আরো জানিয়েছেন -তারা হাসপাতালের পুলিশ ইনচার্জকে জানিয়েছে এ ব্যাপারে তাদের কিছু করতে কিন্তু পুলিশ ইনচার্জ রীতিমতো তা অস্বীকার করেছেন।
বিক্রমপুর থেকে আসে রোগীটি এখন নিজ জেলায় ফিরে যেতে এবং উন্নত চিকিৎসা চায়।