1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন আয়োজনে আনন্দ শোভাযাত্রা উদযাপিত হয়।

১১ মে বুধবার – ২০২২ সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কেক কেটে, বেলুন উত্তোলন, বাদ্যযন্ত্র সহ পিকআপ ভ্যানে এবং তেইশটি মোটরসাইকেল যোগে দশটি স্কুল কলেজ প্রদক্ষিণ করেন ছাত্র-ছাত্রী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষবৃন্দ -আহ্বায়ক ট্রেজারার নুরউদ্দীন আহমেদের নেতৃত্বে ।

বিশ্ববিদ্যালয় চত্বরে বেলুন উত্তোলন ও কেক কাটার‌ সময় উপস্থিত ছিলেন- মাননীয় উপাচার্য রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ডঃ মোঃ শাহজাহান আলী,ভাইস চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা ডঃ জহুরুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ( ডীন ) শহীদুর রহমান, প্রভাষক( বোর্ড অফ ট্রাস্টিটিজ )জুলফিকার আলী, প্রভাষক মোঃ মনিরুজ্জামান প্রভাষক (কৃষি বিভাগ) হাসিবুর হাসান ,প্রভাষক এম এ গাফফার,প্রক্টর( ভারপ্রাপ্ত ) সিনিয়র প্রভাষক এস এম হাসিবুর রশীদ, প্রভাষক ও প্রোগ্রাম সমন্বয়কারী( আইসিটি বিভাগ) তানিয়া আফরোজ, প্রভাষক এম এ তমা, সিনিয়র প্রভাষক (মাইক্রোবায়োলজি)সুজয় কুমার ভাজন আরো অনেক প্রভাষক এবং বিভিন্ন শাখার ছাত্রছাত্রী বৃন্দ দের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে -শোভাযাত্রাটি প্রথমে কুষ্টিয়া সরকারি কলেজ , কুষ্টিয়া ইসলামী কলেজ, আদর্শ ডিগ্রী কলেজ, কুষ্টিয়া পলিটেকনিক্যাল, মাসুদ রুমি কলেজ ,সরকারী মহিলা কলেজ,সিটি কলেজ ,কুষ্টিয়া জিলা স্কুল, পুলিশ লাইন্স স্কুল , কালেক্টরেট স্কুল এবং বিভিন্ন স্কুল-কলেজগুলোতে ঘুরে নিজস্ব ক্যাম্পাসে ফিরে এসে আলোচনা সভা ,লটারী ও ৫টি পুরস্কার বিতরণীর মাধ্যমে বিশ্ববিদ্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশে জমকালো আয়োজনে দিনটি পালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি