1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে আসামি গ্রেফতারে প্রেস ব্রিফিং। | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে আসামি গ্রেফতারে প্রেস ব্রিফিং।

কুষ্টিয়া অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

প্রাণনাশের হুমকি প্রদর্শনপূর্বক চাঁদা দাবি ও চাদা আদায় সহ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে – (Youtube থেকে অস্ত্র ও গুলির ভিডিও ডাউনলোড করে কন্ঠ পরিবর্তন করে) এবং Whatsapp এ ম্যাসেজ প্রেরণ পূর্বক প্রাণ নাশের হুমকি ও ভীতি প্রদর্শন এবং “নগদ” এর মাধ্যমে চাঁদা নেওয়ায় দ্রুততম সময়ে আসামী গ্রেফতার ও আলামত জব্দ এবং সপ্তাহব্যাপী গুরুত্বপূর্ণ ঘটনা, অস্ত্র-মাদক উদ্ধার, জিআর-সিআরসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার সংক্রান্তে কুষ্টিয়া সুপার কার্যালয়ে ২৮ মার্চ মঙ্গলবার সকাল ১২টায় প্রেস ব্রিফিং করা হয় ।

ইং ২৪/০৩/২০২৩ তারিখ দুপুর অনুমান ১৩.৪০ ঘটিকার সময় বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে (কুষ্টিয়া মডেল থানাধীন জুগিয়া পালপাড়াস্থ মেসার্স শাহিন এন্টারপ্রাইজ নামক বাদীর প্ল্যাস্টিক পন্য ও বড় জারে করে বিশুদ্ধ পানি বিক্রির প্রতিষ্ঠান) বাদী ও তার ভাই মাহারুজ আহমেদ মহব্বত (২৬) অবস্থানকালে অজ্ঞাতনামা আসামী বাদীর ভাই এর ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৪৬-৯২৪২৯২ এর হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা আসামীর ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯৬৮-১৮০৪৬৭ হইতে কল করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া তার নিকট ২০,০০০/-টাকা চাঁদা দাবী করে। অজ্ঞাতনামা আসামীর দাবীকৃত চাঁদা আদায়ের উদ্দেশ্যে তার ব্যবহৃত বর্ণিত মোবাইল নম্বরে হইতে বাদীর ভাইয়ের বর্নিত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ এ একটি প্রদর্শিত অস্ত্রের ভিডিও এবং বিভিন্ন সময়ে ম্যাসেজ পাঠাইয়া বাদীকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে।

বাদী ভীত সন্ত্রস্ত হইয়া ইং ২৪/০৩/২০২৩ তারিখ রাতে পার্শ্ববর্তী দোকান হইতে অজ্ঞাতনামা আসামীর ব্যবহৃত “নগদ” নম্বর (পার্সোনাল) ০১৯৬৮-১৮০৪৬৭ তে ২,০০০/- টাকা চাঁদা বাবদ পাঠাইয়া দেয় এবং বাদী অজ্ঞাতনামা আসামীর কাছে অনুরোধ করিয়া সময় চাই। অজ্ঞাতনামা আসামী যেকোন সময় বাদী, বাদীর প্রতিষ্ঠানের বা তার পরিবারের সদস্যের প্রাণহানি সহ যেকোন বড় ধরনের ক্ষয়ক্ষতি করিতে পারে। প্রান নাশের ভয়ে বাদী ও তার পরিবারের সদস্যরা বাড়ী হতে বের হতে পারছে না।

এমনকি চাঁদা না দিলে বাদীর সন্তানেরা (শেখ মারিয়াম আলম(০৭) ২য় শ্রেনীর ছাত্রী, শেখ মোহাম্মদ আলম(০৫) নার্সারির ছাত্র, উভয়ই হাসিব ড্রীম স্কুলে লেখাপড়া করে) স্কুলে যাওয়া আসার পথে তাকে গুম করে দেবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করলে বাদীর সন্তানেরা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। উল্লেখিত ঘটনাটি বাদী কুষ্টিয়া মডেল থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করেন। উল্লেখিত ঘটনার লিখিত এজাহার প্রাপ্তির সাথে সাথে কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৫৯, তারিখ-২৮/০৩/২০২৩ ইং, ধারা-৩৮৫/৩৮৬/৩৮৭ পেনাল কোড তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/৩০ রুজু করত দ্রুততম সময়ের মধ্যে সাইবার ক্রাইম ইউনিট, কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা কুষ্টিয়া এর যৌথ অভিযানে আসামীকে গ্রেফতার করা হয়। অপরাধ কর্মকান্ডে ব্যবহৃত আসামীর নিকট হইতে ০১টি Samsung J6+ মোবাইল ফোন উদ্ধার করা হয়। বাদীর নাম ঠিকানাঃ মোঃ ফেরদৌস আলম @ শাহিন (৩৬), এনআইডি নং-৭৩০৬২০০৮৩৮, পিতা- মোঃ সামসুল আলম, সাং-ডিসি কোর্ট এর সামনে, মজমপুর, ওয়ার্ড নং-১৮, থানা ও জেলা- কুষ্টিয়া (প্রায় ৩০/৩৫ বছর ধরিয়া বাদীর “গণি গুল” এর ব্যবসা ছিলো। বর্তমানে কুষ্টিয়া মডেল থানাধীন জুগিয়া পালপাড়ায় মেসার্স শাহিন এন্টারপ্রাইজ নামে বাদী ও তার পরিবারের একটি প্ল্যাস্টিক পন্য ও বড় জারে করে বিশুদ্ধ পানি বিক্রির প্রতিষ্ঠান আছে)। আটক/গ্রেফতারকৃত ব্যক্তির নাম ঠিকানা ও পিসি/পিআরঃ মোঃ আল শাহরিয়ার অন্তর (২০), পিতা-মোঃ হারুন অর রশিদ, সাং-মির্জানগর, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া।

পেশা- বাদী মোঃ ফেরদৌস আলম @ শাহিন এর “গণি গুল” (প্রতিষ্ঠানটি অনুমান ১ বছর পূর্বে বন্ধ হয়ে গেছে) বর্তমান মেসার্স শাহিন এন্টারপ্রাইজ (প্ল্যাস্টিক পন্য ও বড় জারে করে বিশুদ্ধ পানি বিক্রির) প্রতিষ্ঠানে লেবার হিসেবে যোগ দেন। কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি