৩১ শে মার্চ, ২০২৩ ইং কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির ৪র্থ তলার সেমিনার কক্ষে রহিমা আফছার দাবা ক্রীড়া প্রতিযোগীতার প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন কুষ্টিয়া ৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবউল আলম হানিফ এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসনের মাননীয় প্রশাসক মো সাইদুল ইসলাম, কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ নন্দী, সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
ডা. রতন কুমার পালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুপ্রীম কোর্টের আইনজীবী শেখ মো হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জেড আই মুক্তার, শহর ছাত্রলীগের সাবেক আহবায়ক হাসিব কোরায়েশীসহ বিভিন্ন অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ।