1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ -সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে | Bastob Chitro24
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ -সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

কুষ্টিয়া পৌর গোরস্থানে অসংখ্য সাংবাদিক, সহকর্মী, স্বজনসহ গুনগ্রাহীরা হাসিবুর রহমান রুবেল এর জানাজায় অংশ নেন এবং জানাযা শেষে ৮ জুলাই শুক্রবার সকাল ১১ টায় সাংবাদিকবৃন্দ পরিবার-পরিজনদের সকলের অংশগ্রহণে দাফন সম্পন্ন করা হয়েছে। রুবেল হত্যার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সা়ংবাদিকগণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ।দাফন শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে -কুষ্টিয়া মজমপুর গেট ট্রাফিক মোড়ে অবস্থান নেয় সাংবাদিকবৃন্দ । কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে তাদের দাবি উত্থাপন করেন ।তাদের দাবি- দ্রুত রুবেলের খুনিদের খুঁজে বের করতে হবে ১০ ঘন্টার মধ্যে।এবং এব় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাংবাদিকবৃন্দ। কুষ্টিয়া-মজমপুর গেটে টায়ার জ্বালিয়ে সাংবাদিকগণ সমাবেশ করেন। দোষীরা কোথায় আছে -সুষ্ঠু তদন্ত করে খুঁজে বের করা হোক এই দাবি নিয়ে বক্তব্য রাখেন -কুষ্টিয়া প্রেসক্লাবের সম্মানিত সা়ংবাদিক বৃন্দ- দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, কোষাধ্যক্ষ এম লিটন-উজ-জামান, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চূ, সম্পাদক দৈনিক কুষ্টিয়া দর্পন মজিবুল শেখ , দৈনিক সময়ের কাগজ -নুরুন্নবী বাবু । কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি ) সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব,যায় যায় দিন কুষ্টিয়া প্রতিনিধি সোহেল রানা ।বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন পত্রিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিক্ষোভে অ়়ংশ নেন। এবং ,সাংবাদিকবৃন্দ একত্র হয়ে -প্রশাসনকে আরো কঠোর হবার আহ্বান জানিয়েছেন ।কেপিসি সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ১০ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সমাবেশ সমাপ্ত করেন। অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন,আমরা এবং আমাদের মত তদন্ত করছেন অনেকে- তাদের সাথে আমাদের সমন্বয় আছে ।আমরা একটা জায়গায় পৌঁছে গেছি- ইনশাআল্লাহ পেয়ে যাব। উল্লেখ্য -গত ৩ জুলাই থেকে সাংবাদিক নিখোঁজের পর -গতকাল পুলিশ -গড়াই নদী থেকে তার লাশ উদ্ধার করে। আজ শুক্রবার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি