Headline
কুষ্টিয়ার আ.লীগের সাবেক এমপি রউফ কারাগারে ইবির আইআইইআরের পরিচালক হলেন অধ্যাপক ইকবাল ছাত্র আন্দোলনে নিহত দাফনের ৫৫ দিন পর কবর থেকে তোলা হলো বাবলু ফারাজীর মরদেহ কুষ্টিয়ায় খবরওয়ালা পত্রিকার ১ ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু ১৩ অক্টোবর ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট মেয়ের সঙ্গে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন নিজস্ব প্রতিবেদক ঢাবিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ জাবিতে ছাত্রলীগ নেতা হত্যায় জড়িতরা শনাক্ত, ৫ জনই ছাত্রদলকর্মী কুষ্টিয়া গড়াই নদীর উপকূলবর্তী এলাকায় পানি বাড়াতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে।
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

কুষ্টিয়ায় খাবারে বিষ মিশিয়ে ৬ শিয়াল ছানা হত্যা

নিজস্ব প্রতিবেদক / ১১ Time View
Update : শুক্রবার, ১ জুলাই, ২০২২

কুষ্টিয়ায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ৬টি শিয়াল ছানাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) রাতে কুষ্টিয়া শহরের থানা পাড়া পলান বক্স রোডে ভূমি অফিসের পাশে এ ঘটনা ঘটে। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ সহ-সভাপতি ‘দি ফক্স ম্যান’ খ্যাত শাহাবউদ্দিন মিলন বলেন, আমার ১৬ জোড়া শিয়ালের এবার ছানা হয়েছে। কারো দুইটা, কারো চারটা আবার কারো ছয়টা। দলনেতা শেরু বাহিনীর এবার ছয়টি ছানা হয়েছে। মা কাঞ্চি সব সময় ওদের দেখভাল করে।

তিনি আরও জানান, ছানাগুলোর প্রশিক্ষণ চলছিল। সবেমাত্র ওদের নাম রাখা হয়েছে। মা-বাবার সঙ্গে আমার কাছে আসতে শুরু করেছিল ছানাগুলো। তাদের সঙ্গে এভাবেই ভালোবাসার বন্ধন তৈরি হয়। প্রতি বছর এভাবে প্রতিটি বাচ্চাকে প্রশিক্ষণ দিয়ে বড় করা হয় যেন কারো কোনো ক্ষতি না করে, কাউকে কামড় না দেয়। কিন্তু এ সমাজে কিছু মানুষরূপী অমানুষ আছে, যাদের মনে ভালোবাসা নেই। ক্রোধ আর হিংসায় ভরা এদের মন। আজ তাদেরই রোষাণলে পড়ে এ ছানাগুলোর জীবন দিতে হলো। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বাচ্চাগুলোকে খেতে দিলে অবলা বাচ্চাগুলো না বুঝে খেয়ে মারা যায়। শেরু আর কাঞ্চি শুধু চেয়ে চেয়ে দেখে সন্তানদের এ মৃত্যু। তাদের দু’চোখ বেয়ে নীরবে শুধু অশ্রু ঝরে।

এ বিষয়ে বন সংরক্ষক মোল্যা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিবিসিএফ সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলনের মাধ্যমে আমি জানতে পেরেছি কুষ্টিয়ায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ৬টি শিয়াল হত্যা করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে শিয়াল হত্যায় জেল-জরিমানার নজির অনেক আছে। তাই এ ধরনের কাজ না করার জন্য এলাকাবাসীকে সচেতন করতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক গণমাধ্যমকর্মী নাব্বির আল নাফিজ বলেন, কুষ্টিয়ায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ৬টি শিয়াল হত্যা করা হয়েছে। এভাবে মাঝে মাঝে গোটা জেলায় শিয়াল, মেছো বাঘসহ বিভিন্ন ধরনের বিপন্ন বন্যপ্রাণী হত্যা করা হচ্ছে। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে সাধারণ মানুষ বন্যপ্রাণী হত্যা করতে আরও উৎসাহী হচ্ছে।

তিনি আরও বলেন, জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধানকল্পে প্রণীত আইন রয়েছে। আইন প্রয়োগ করে বন্যপ্রাণী হত্যার শাস্তি দিলে মানুষ সচেতন হবে। নয়তো এমন হত্যাকাণ্ডের ফলে আমাদের ব্যাপক পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়তে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category