ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
  1. #সর্বশেষ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস

কলকাতায় ‘কোক স্টুডিও বাংলা’র কনসার্ট

bastobchitro
নভেম্বর ১৫, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা অফিস
গেল শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কোক স্টুডিও বাংলা কনসার্ট। যেখানে শ্রোতাদের ঢল ছিল চোখে পড়ার মতো। প্রায় শত শিল্পীর পরিবেশনায় এ কনসার্টে সুরের মোহনায় বুঁদ হয়েছেন তারা। এবার আরও এক চমক দিতে যাচ্ছেন কোক স্টুডিও বাংলার শিল্পীরা। তবে সেটা ঢাকায় নয়, কলকাতায়। আগামী ১৭ ও ১৮ নভেম্বর দুই দিনব্যাপি সেখানকার অ্যাকোয়াটিকা মাঠে অনুষ্ঠিত হবে কোকাকোলা ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। সংগীতের এই আসরেই পারফর্ম করবে কোক স্টুডিও বাংলা।এরই মধ্যে শুরু হয়েছে কনসার্টটির জোর প্রচার ও প্রস্তুতি। বিষয়টি নিশ্চিত করেছেন কোক স্টুডিও বাংলার প্রযোজক ও সংগীতশিল্পী অর্ণব।

প্রস্তুতি কেমন চলছে? জানতে চাইলে অর্ণব বলেন, ‘বেশ ভালোই। আমরা ইতিমধ্যে প্র্যাকটিস শুরু করে দিয়েছি। আগামীকাল (বুধবার) কলকাতার উদ্দেশে রওনা দিব আমরা।’

জানা গেছে, শুধু অর্ণব ও তার বন্ধুরাই নয়, এই কনসার্টে গাইবেন ভারতের জনপ্রিয় গায়ক অমিত ত্রিবেদীও। থাকছে ফসিলস্, লক্ষ্মীছাড়া, দ্য ইয়েলো ডায়েরি, ইউফোরিয়াসহ বেশ কিছু ব্যান্ড।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে প্রথমবারের মতো কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল কোকাকোলা ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। এ সময় কোক স্টুডিও বাংলাসহ ২৪ জন শিল্পী অংশ নিয়েছিলেন এই কনসার্টে। ছিলেন শ্রেয়া ঘোষাল, অনুপম রায়সহ আরও অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।