1. rashidarita21@gmail.com : bastobchitro :
কবি গুরু রবীন্দ্রনাথের ৮১ তম প্রয়াণ দিবস পালিত | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

কবি গুরু রবীন্দ্রনাথের ৮১ তম প্রয়াণ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২

কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম প্রয়াণ দিবস উপলক্ষে- আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে। ২২ শে শ্রাবণ ১৪২৯ হিজরী শনিবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক বিজ্ঞান অনুষদের ডিন মোহাঃ শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। প্রভাষক বাংলা বিভাগ এম এ গাফফার মিঠু ও গুলশান আরা গোধূলী (শিক্ষার্থী বাংলা বিভাগ) এর সঞ্চালনায় -বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডঃ মোছাঃ ইসমত আরা খাতুন,ইংরেজি বিভাগের প্রফেসর নুর উদ্দিন আহমেদ ,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ,বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এস এম হাসিবুর রশীদ তামিম। রবীন্দ্র নাথ সম্পর্কে,প্রফেসর ডঃ মোঃ হাবিব বলেন -রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন বাংলা ভাষার অন্যতম প্রাণপুরুষ ।তিনি একজন দার্শনিক ও শিক্ষাবিদ। বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথের অবস্থান অদ্বিতীয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয় ।উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি