1. rashidarita21@gmail.com : bastobchitro :
এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা কতো পাবে? | Bastob Chitro24
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা কতো পাবে?

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর চলছে। আসরের শুরু থেকেই ধারাবাহিক ক্রিকেট খেলে যাচ্ছে ভারত। টানা ৮ ম্যাচে জিতে সবার আগেই সেমিফাইনালে নিশ্চিত করে বিরাট কেহলিরা। আজ গ্রুপর্বের শেষ ম্যাচে ভারত খেলেছে ডাচদের বিপক্ষে।

বিশ্বকাপে লিগপর্বে একটি ম্যাচ জেতার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দিচ্ছে ৪০ হাজার ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৩৪ হাজার টাকা। লিগপর্বে ৯টি ম্যাচ জিতলে ভারত পাবে ৩ লাখ ৬০ হাজার ডলার।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ভারত। সেই ম্যাচে ভারত হেরে গেলে পাবে ৮ লাখ ডলার। সেমিফাইনাল থেকে বিদায় নিলেও রোহিতরা আইসিসির কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা পাবে।

তবে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল ফাইনালে উঠলে পাবে ২০ লাখ ডলার। আর যারা বিশ্বকাপ জিতবে তারা পাবে ৪০ লাখ ডলার। ভারত চ্যাম্পিয়ন হতে পারলে পুরস্কার মূল্য হিসেবে আইসিসির কাছ থেকে পাবে মোট ৩৬ কোটি ৩২ লাখ টাকা।

সুত্র:ঢাকা অফিস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি