1. rashidarita21@gmail.com : bastobchitro :
এই আর্জেন্টিনাকে নিয়ে আমার বাবা খুশি হতেন: ম্যারাডোনার ছেলে | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

এই আর্জেন্টিনাকে নিয়ে আমার বাবা খুশি হতেন: ম্যারাডোনার ছেলে

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

আর্জেন্টিনা শেষবার ফিফা বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে, দিয়েগো ম্যারাডোনার হাত ধরে। এরপর ২০১৪ সালে ফাইনালে উঠেও তৃতীয় তারাটি পাওয়া হয়নি আলবিসেলেস্তেদের। দীর্ঘদিনের প্রতিক্ষা শেষে আরও একবার শিরোপা জেতার দ্বারপ্রান্তে তারা। সেই লড়াইয়ে রোববার (১৮ ডিসেম্বর) ফ্রান্সের মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। এই অবস্থায় আর্জেন্টিনাকে দেখলে স্বয়ং ম্যারাডোনাও খুশি হতেন- দাবি তার ছেলে ম্যারাডোনা সিনাগ্রার।

ইতালির নেপলস শহরে সিনাগ্রার জন্ম ১৯৮৬ সালে, তার বাবা যখন অনেকটা একা হাতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতালেন, তার কয়েক মাস পরে। দীর্ঘদিন বাবার সঙ্গে যোগাযোগ ছিল না তার। তবে ২০০৪ সালের পর থেকে মোটামুটি কথা হতো। ছেলের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করতেন ম্যারাডোনা নিজেও। শেষদিকে দুজনের সম্পর্কও যাচ্ছিল দারুণ।

সেই সিনাগ্রা আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে দেখে বাবার প্রসঙ্গ টানলেন। তিনি বলেন, ‘আমি শিউর, বাবা থাকলে এই আর্জেন্টিনাকে নিয়ে অনেক খুশি হতেন। ওরা (আর্জেন্টিনা) খুব ভালো খেলছে।’

সিনাগ্রা থাকেন ইতালিতেই। মাঝেমাঝে অস্ট্রেলিয়ায়ও যান তিনি। পিতৃসূত্রে আর্জেন্টিনার জন্য ভালো কিছুই কামনা করেন তিনি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সবগুলো ম্যাচও দেখছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি সবগুলো ম্যাচ দেখছি। আমি চাই জার্সিতে এবার তৃতীয় তারাটি যুক্ত হোক, ছেলেরা খুব ভালো খেলছে। দেশের জন্য নিজেদের সর্বোচ্চটা দিচেছ, আশা করি এবার ভালো কিছুই হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি