1. rashidarita21@gmail.com : bastobchitro :
ইফতার সামগ্রীর দাম বেড়েই চলেছে। | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

ইফতার সামগ্রীর দাম বেড়েই চলেছে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

আলফারাজ আবীর

নিত্য প্রয়োজনীয় জিনিষের চেয়ে ইফতার সামগ্রী দাম বেড়েই চলেছে।
কোনোভাবেই প্রতিদিনের ইফতার সামগ্রীর দামের লাগাম টেনে ধরা যাচ্ছে না।
প্রথম রোজা থেকে শুরু করে প্রতিদিনই দাম বেড়েই চলেছে তরমুজ, কলা, শসা ও লেবুর দাম।
কুষ্টিয়ার মিউনিসিপ্যাল বাজার ঘুরে দেখা যায় -প্রথম রোজা থেকে শুরু করে প্রতিদিন ই ডালের দাম এক টাকা, দুই টাকা হারে বেড়ে চলেছে।
প্রতিদিনের খাদ্য তালিকায় চাল, তেল ডিমের দাম আগের মতো স্বাভাবিক থাকলেও রোজার সময়ে ইফতারের
জন্য ফলগুলোর দাম অস্বাভাবিক।
তরমুজ কেজিতে ৭০ থেকে ৮০,
শরবতের লেবু হালিতে ৪০ থেকে ৫০,
কলা হালিতে ৩০/৪০ টাকা,

এদিকে ইলিশ সহ বড় মাছের দাম স্বাভাবিক থাকলেও ছোট মাছের দাম প্রতিদিন উঠানামা করছে।

সাধারণ মানুষের দাবি সারাদিন রোজা রেখে ইফতারের তরমুজ, কলা, লেবু যেগুলো না হলেই নয় -সেসব ফলের দাম কমাতে, কর্তৃপক্ষের হস্তক্ষেপ আশা করছেন।
সাধারণ মানুষের দাবি, এভাবে দাম বৃদ্ধিতে জনজীবন দুর্ভোগে পড়ছে,আয়ের সাথে ব্যয় মিলাতে হিমশিম খাচ্ছে।দাম বাড়ার কারণে মানুষ আয়ের সঙ্গে ব্যায় মিলিয়ে চলতে পারছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি