1. rashidarita21@gmail.com : bastobchitro :
আসল খুনিকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন

আসল খুনিকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার ১৫ দিন পার হলেও আসল খুনিরা ধরাছোঁয়ার বাইরে ,এর প্রতিবাদে ১৮ জুলাই সোমবার সকাল ১১ টায় পাঁচ রাস্তার মোড় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখের সভাপতিত্বে এ আন্দোলনে বিক্ষোভ সমাবেশে ডাক দেয়া হয়। কুষ্টিয়ার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনার বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক নিউজ -24 জেলা প্রতিনিধি জাহিদুজ্জামান, চ্যানেল- 24 জেলা প্রতিনিধি শরীফ বিশ্বাস, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও মাই টিভি জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু , সাপ্তাহিক রবিবার্তার গোলাম মাওলা , ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অলিউল ইসলাম, কুমারখালী কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন,সাধারণ সম্পাদক কেপিসি সোহেল রানা, সভাপতি (কেপিসি) রাশেদুল ইসলাম বিপ্লব, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য- কারশেদ আলম, নুরুল আলম দুলাল, প্রথম আলো জেলা প্রতিনিধি তহিদুল হাসান শিপলু, এবং কুষ্টিয়া সংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন ,কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য বৃন্দ ,এডিটরস ফোরাম ,রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ, অনলাইন পত্রিকার নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ কর্মসূচিতে বক্তব্য দেন। সাংবাদিকদের দাবি রুবেল হত্যার ১৫ দিন পার হয়ে গেলেও জড়িত সন্দেহে য্যাব – দুজনকে গ্রেপ্তার করেছে। আসল খুনী বা প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে হবে এবং সাংবাদিকবৃন্দ আরো কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন । সাংবাদিক রুবেল হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলে তারা আমরণ অনশন করবে এবং জজ মিয়া নাটক না সাজিয়ে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকবৃন্দ। সভাপতি বলেন -রুবেল হত্যার নাটক প্রশাসন লাগাতার করছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুনির্দিষ্ট হত্যার দিকনির্দেশনা দিবেন। তা না হলে, এরপর সংবাদ কর্মীরা আবার আন্দোলনের নামবে তার জন্য প্রস্তুত থাকতে তার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। হাসিবুর রহমান রুবেল হত্যার ৪ দিন পর ৭ জুলাই দুপুর দেড়টায় গড়াই নদী থেকে লাশ উদ্ধার করেন। আট জুলাই থেকে সাংবাদিকবৃন্দ ৭ দফা দাবীতে কঠোর কর্মসূচি হাতে নেয় এবং স্মারক লিপি জমা দেন । ১৫ জুলাই রাত তিনটায় র্য্যাব -১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহম্মদ ইলিয়াস খান বিষয় টি নিশ্চিত করেছেন এবং ঐ দিনেই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আসামিদের জড়িত সন্দেহে ।আসামী বৃন্দ হলেন- কুষ্টিয়া থানাপাড়া নিবাসী হামিদ মোল্লার ছেলে কাজী সোহান শরীফ এবং একই এলাকার মৃত খন্দকার হারুনুর রশিদের ছেলে, খন্দকার আশিকুর রহমান জুয়েল । উল্লেখ্য হাসিবুর রহমান রুবেল নিখোঁজ এর চারদিন পর গড়াই নদী থেকে লাশ উদ্ধার করা হয় তিন জুলাই রাত ৯ টায় সিঙ্গার মোড় অফিস থেকে বের হবার পর তাকে খুঁজে পাওয়া যায়নি তিনি দৈনিক খবর পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক এবং আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি ।হাউজিং এ ব্লকের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি