1. rashidarita21@gmail.com : bastobchitro :
আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রেলিয়ার ড্র | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রেলিয়ার ড্র

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

চলছে ১৫তম হকি বিশ্বকাপ। এবারের আসরটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের ওড়িশায়। ১৬ দেশের অংশ নেয়া এই টুর্নামেন্ট শুরু হয়েছে ১৩ জানুয়ারি। প্রথম ম্যাচে আর্জেন্টিনা জয় পেলেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ড্র করেছে। এছাড়া নিজেদের প্রথম খেলায় হারের মুখ দেখা ফ্রান্স ফিরেছে জয়ের ধারায়।

সোমবার (১৬ জানুয়ারি) হকি বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে জয় পেয়েছে ফ্রান্স, নেদারল্যান্ডস ও মালয়েশিয়া। আর ড্র করেছে আর্জেন্টিনা। এর মধ্যে টানা দুই জয় নিয়ে পুল ‘সি’ থেকে পরের পর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

এ দিন জয় পেলে পরের পর্ব নিশ্চিত করতে পারতো আর্জেন্টিনা। কিন্ত সে যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া। খেলার শুরু থেকেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অস্ট্রেলিয়া। প্রথম কোয়াটারে পিছিয়ে থাকা আর্জেন্টিনা সমতায় ফেরে দ্বিতীয় কোয়াটারে। তবে ব্যবধান বাড়িয়ে নিতে দেরি করেনি অস্ট্রেলিয়া। ৩২ মিনিটে ম্যাচে আবার আসে সমতা।

ফাইনাল কোয়াটারে অস্ট্রেলিয়া গোল করে লিড আনে। তবে এবারও সমতায় ফিরতে দেরি করেনি প্রতিপক্ষ দল। তাতে শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুদলকে। এই মুহূর্তে পুল ‘এ’ এর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া এবং দ্বিতীয়তে আর্জেন্টিনা।

পুল ‘এ’ এর অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোলে হারিয়ে প্রথম জয় পেয়েছে ফ্রান্স। তবে পরের পর্বে ফ্রান্সকে যেতে হলে জয়ের বিকল্প নেই। এছাড়া পুল ‘সি’ এর খেলায় চিলিকে ৩-২ গোলে হারিয়ে টিকে থাকার আশা দেখছে মালয়েশিয়া। আর নিউজিল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে পরের পর্ব নিশ্চিত করেছে নেদার‍ল্যান্ডস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি