‘ডু অর ডাই’ ম্যাচে শনিবার (২৬ নভেম্বর) মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এ ম্যাচের জন্য একাদশে পাঁচটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। দলের রক্ষণভাগ থেকে শুরু করে মিডফিল্ড ও আক্রমণভাগেও পরিবর্তন এসেছে।
রক্ষণভাগে পরিবর্তন এসেছে তিনটি। বাদ পড়েছেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ত্যাগলিয়াফিকো ও নাহুয়েল মলিনা। তাদের জায়গায় দলে ঢুকেছেন লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা ও গঞ্জালো মন্টিয়েল।
মধ্যমাঠে বাদ গেছেন লিয়ান্দ্রো প্যারাদেস আর আক্রমণভাগ থেকে বাদ পড়েছেন পাপু গোমেজ। এই দুজনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন গুইডো রদ্রিগেজ ও ম্যাক অ্যালিস্টার।
বিশ্বকাপে টিকে থাকার মিশনে আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকআউটের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয় কিংবা অন্তত ড্র করতেই হবে মেসি বাহিনীর। হারলেই বাদ পড়তে হবে টুর্নামেন্ট থেকে।
আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, মার্কাস আকুনা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, গঞ্জালো মন্টিয়েল, গুইডো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ।
মেক্সিকো একাদশ
গুইলারমো ওচোয়া, সিজার মন্টেস, হোর্হে সানচেজ, জোহান ভাসকেজ, নেস্টর আরাউজো, হেক্টর মোরেনো, কেভিন আলভারেজ, হেক্টর হেরেরা, আন্দ্রেস গুয়ার্দাদো, লুইস শ্যাভেজ, জেসুস গ্যালার্দো, হারভিং লোজানো ও অ্যালেক্সিস ভেগা।