1. rashidarita21@gmail.com : bastobchitro :
আমি মেয়ে বলেই | Bastob Chitro24
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

আমি মেয়ে বলেই

ইমাম হাসান
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
আমি মেয়ে বলেই কি কথা বলতে পারিনা,
মেয়ে বলেই কি এত অবহেলা,
মেয়ে বলেই কি এত অপমান,
মেয়ে বলেই কি এত হীনমন্যতা,
মেয়ে বলেই কি শুধু শুন্যতা,
মেয়ে বলেই কি হারিয়ে ফেলা সেই ছেলে বেলা,
মেয়ে বলেই কি শুধু কষ্ট পাওয়া,
মেয়ে বলেই কি সব মেনে নেওয়া,
মেয়ে বলেই কি সব মানিয়ে নেওয়া,
মেয়ে বলেই কি চিৎকার করতে না পারা,
মেয়ে বলেই কি কান্না করতে না পারা,
মেয়ে বলেই কি বুকে কষ্ট জমা করা,
মেয়ে বলেই কি কোন আবেগ না থাকা,
মেয়ে বলেই কি কোন অনূভুতি না থাকা,
মেয়ে বলেই কি মুখ বুজে সব সহ্য করা,
মেয়ে বলেই কি তীক্ষ্ণ ব্যথা বুকে নিয়ে নীরবে কান্না করা,
মেয়ে বলেই কি সকল কিছু সামনে হওয়ার পরও কিছু  বলতে না পারা।
মেয়ে বলেই সবার জন্য সবসময় ভাবা,
 তার পর ও  সুযোগ হয়না কারো আমার কথা ভাবা,
হ্যাঁ আমি মেয়ে, আমি এমন ই আছি এমনি থাকবো,
নিঃস্বার্থ ভাবে সারাজীবন সব কিছু সয়ে যাবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি