আজ শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ^জিতের জন্মদিন। তিনি জানান, জন্মদিনটি পারিবারিকভাবেই উদযাপন করবেন। ইতোমধ্যে আমার ছেলে নিবিড় আমার জন্মদিন উপলক্ষে ঢাকায় চলে এসেছে। এটা একজন বাবার জন্য কতো আনন্দের, সুখের তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আনন্দে আমার চোখে পানি চলে এসেছে। এ মুহুর্তে আমি আমার বাবা-মা’কে খুব মিস করছি। বাবা-মা যে সন্তানের জন্য কতো বড় আশীর্বাদ, অনুপ্রেরণা, শক্তি তা আমরা হয়তো অনেকেই তারা বেঁচে থাকাবস্থায় বুঝিনা। যাদের বাবা-মা আছেন তাদের বলবো, তাদের সেবা করুন, তাদের আশীর্বাদের ছায়াতলে থাকুন। এটাই সত্যিকারের জীবন। এদিকে কুমার বিশ্বজিৎ চার দশক আগে গাওয়া তার জনপ্রিয় গান ‘প্রশ্ন তোমার আমায় কোথায় রাখো, হৃদয় বলে হৃদয়জুড়ে তুমি থাকো’ গানটি নতুন করে আগামী ঈদে প্রকাশ করবেন। গানটি লিখেছিলেন লিটন অধিকারী রিন্টু, সুর করেছিলেন কুমার বিশ^জিৎ নিজেই। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন কলকাতার রাজা। এছাড়া ঈদে আসিফ ইকবালের লেখা ও কিশোরের সুর করা প্রকাশ করা হবে নতুন গান ‘প্রতিটি শুরুর আছে শেষ’। এই দু’টি গান নিয়েই কুমার বিশ^বিজৎ এখন ব্যস্ত রয়েছেন। কুমার বিশ্বজিৎ বলেন, দু’টো গান শ্রোতা-দর্শকের ভালো লাগবে।