1. rashidarita21@gmail.com : bastobchitro :
অস্ত্রসহ ‘হাতুড়ি গ্রুপের’ ৫ সদস্য আটক | Bastob Chitro24
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

অস্ত্রসহ ‘হাতুড়ি গ্রুপের’ ৫ সদস্য আটক

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দেশীয় অস্ত্রসহ ‘হাতুড়ি গ্রুপের’ সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় দুটি চাপাতি, তিনটি সুইচ গিয়ার চাকু, দুটি শর্টগানের কার্তুজ, একটি ছোরা, চারটি লোহার রড, তিনটি হাতুড়ি ও তিনটি লাঠি উদ্ধার করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দূর্গাপুর গ্রামের মো. আমির আলীর ছেলে মেহেদী হাসান সুজন ওরফে ক্যাডার সুজন (২৫) ও একই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. ফারুক হোসেন (২৫) ও মৃত. তরব আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (৩৫), একই থানার ধনিজকরা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মো. তারিকুল ইসলাম তারেক (২০) এবং একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. জাকির হোসেন (২০)।
র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানান, তারা সবাই ‘হাতুড়ি গ্রুপের’ সক্রিয় সদস্য। তারা দেশীয় অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে মারামারি, চাঁদাবাজি, ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করতেন।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, উক্ত গ্রুপের মূলহোতা মেহেদী হাসান সুজন ওরফে ক্যাডার সুজনের বিরুদ্ধে আগে ফেনী জেলার সদর থানায় হত্যাচেষ্টার একটি মামলা রয়েছে এবং তিনি এ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। বিজ্ঞআদালত উক্ত মামলায় ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি