সুত্র;ঢাকা অফিস
টিভি নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। তার মৃত্যু নিয়ে খবর রটেছে, উত্তরার নিজ বাসায় আত্মহত্যা করেছেন। আবার অনেকেই বলছেন তাকে হত্যা করা হয়েছে। এদিকে হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক। সব মিলিয়ে অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু নিয়ে একটা ধুম্রজাল তৈরি হয়েছে।এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি বলেন, ‘আজ বিকেল আনুমানিক ৩টার দিকে হিমুকে হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তারা জানায়, হাসপাতালে আনার আগেই ওর মৃত্যু হয়েছে। আমাদের দুই অভিনয়শিল্পী হাসপাতালে যাচ্ছে। এরপরই আমরা বিস্তারিত জানাতে পারব।’
হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন না কি তাকে হত্যা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার ছোট বোন মিহির ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।’
আজ বৃহস্পতিবার বিকেলে এই অভিনেত্রীকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।