ষ্টাফ রিপোর্টারঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৪ কুষ্টিয়ার চারটি উপজেলার ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা সাংবাদিক সম্মেলনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
৭ জানুয়ারি -২০২৪ সকাল আটটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কুষ্টিয়ার সকল ভোট কেন্দ্রে ভোট কার্যক্রম চলতে থাকে।
পরবর্তীতে রাত সাড়ে নয়টায় রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা দেন।
কুষ্টিয়া এক আসনে স্বতন্ত্র বিজয়ী প্রার্থী মোঃ রেজাউল হক চৌধুরী ৮৯২৭৪,
তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ৫৩১০৫ ভোট পেয়েছেন।
কুষ্টিয়া -২ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ১,১৫,৭৯৯, নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সমাজতান্ত্রিক দল জাসদের হাসানুল হক ইনু পেয়েছেন ৯২৪৯৫ ভোট।
কুষ্টিয়া -৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উল আলম হানিফ পেয়েছেন ১,২৭,৮০৩ এবং স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার পেয়েছেন ৪২১৮১ ভোট।
কুষ্টিয়া -৩ আসনের মাহবুব উল আলম হানিফ নৌকা প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন।
কুষ্টিয়া ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ ৯৮০৪১ও তার নিকটবর্তী নৌকা প্রার্থী গতবারের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০১১১ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর- ৩ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৪০টি। এরমধ্যে নৌকা প্রতীক নিয়ে মাহবুব উল আলম হানিফ পেয়েছেন ১লক্ষ ২৭হাজার ৮০৩ ভোট ও তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে পারভেজ আনোয়ার তণু পেয়েছেন ৪২১৮১ ভোট।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এহতেশাম রেজা কুষ্টিয়ার চারটি আসনের ফলাফল তার কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনে বেসরকারিভাবে ঘোষণা করেন।